<p>সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় ধোপাজান চলতি নদীতে বিজিবির নামে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় মোহাম্মদ ফরিদ মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। </p> <p>মঙ্গলবার (৫ নভেম্বর) জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা বিওপির কমান্ডার ঈশ্বর চন্দ্র পণ্ডিত বাদি হয়ে মোহাম্মদ ফরিদ মিয়াসহ আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিকেলে মোহাম্মদ ফরিদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। </p> <p>ফরিদ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরার বাসিন্দা মোহাম্মদ হাসেম মিয়ার পুত্র।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নারীর পেটে গাঁজা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730818438-8cda81fc7ad906927144235dda5fdf15.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নারীর পেটে গাঁজা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/05/1443116" target="_blank"> </a></div> </div> <p> </p> <p>সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘ধোপাজান চলতি নদীতে আসামি ফরিদ মিয়াসহ কয়েকজন বিজিবির নামে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের কাছ থেকে চাঁদা আদায় করেছে। বিষয়টি আমাদের নজরে আসার পর বিশ্বম্ভরপুর থানায় আমরা মামলা দায়ের করেছি।’</p> <p>এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাউছার আলম বলেন, বিজিবি বাদী হয়ে মামলা করার পর আসামি ফরিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।</p>