<p>সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সরকারি সিদ্ধান্ত বাতিল ও রাজবাড়ী স্টেশন হ‌য়ে পদ্মা সেতু দিয়ে চলাচ‌ল বহালের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ ক‌রে‌ছে সাধারণ জনতা।</p> <p>গতকাল শনিবার (২ নভেম্বর) রাত পৌ‌নে ৮টার দি‌কে রাজবাড়ী স্টেশ‌নে ট্রেন‌ আট‌কে রে‌খে এ বি‌ক্ষোভ করা হয়। এ সময় ফ‌রিদপু‌রের ভা‌টিয়াপাড়া থে‌কে ছে‌ড়ে আসা ভাঙ্গাগা‌মী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে স্টেশন চত্বরে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।</p> <p>বক্তারা ব‌লেন, খুলনা থে‌কে ছে‌ড়ে আসা সুন্দরবন এক্স‌প্রেস ও বেনা‌পোল থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী বেনা‌পোল এক্স‌প্রেস ট্রেন দুটি আগামী ১৫ তা‌রিখ থে‌কে অন‌্য রু‌টে চলাচল কর‌বে এমন খবর জান‌তে পা‌রেন তারা। ট্রেনের রুট প‌রিবর্তন হ‌লে রাজবাড়ীসহ আশপা‌শের ক‌য়েক‌টি জেলার মানুষ রেলসেবা থে‌কে ব‌ঞ্চি‌ত হ‌বে। যে কার‌ণে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও রাজবাড়ী স্টেশন হ‌য়ে চলাচ‌লের দাবি তা‌দের। দা‌বি আদায় না হলে আরো ক‌ঠোর আন্দোল‌নে যা‌বেন ব‌লে হু‌ঁশিয়া‌রি দেন সাধারণ মানুষ।</p> <p>পরে বি‌ক্ষোভকার‌ী‌দের দা‌বি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ‌কে জানা‌নোর আশ্বাসে এক ঘণ্টা পর ট্রেন অব‌রোধ তু‌লে নেওয়া হয়।</p>