<p>কুমিল্লার লালমাইয়ে জান্নাতুল ফেরদৌস (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের কালোরা গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী রাসেল মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। </p> <p>ঝুলন্ত মরদেহের পা ফ্লোরে লেগে থাকায় মৃত্যুর কারণ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। জান্নাতুল ফেরদৌস ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে মো. রাসেল মিয়ার (২৭) স্ত্রী এবং একই ইউনিয়নের রাজসা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। রাহী ইসলাম নামের চার মাস বয়সী তাদের একটি ছেলে সন্তান রয়েছে।</p> <p>আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করে নিহতের মা জফুরা বেগম বলেন, ‘গত এক বছর পূর্বে মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করে রাসেল। বিয়ের পর থেকে সে বাবার বাড়িতেই থাকত। ২০ দিন ধরে সে স্বামীর বাড়িতে বসবাস করছে। ২৪ সেপ্টেম্বর রাসেলের দাদীকে ভাত দেওয়াকে কেন্দ্র করে শ্বশুর, শ্বাশুড়ি এবং জা-এর সঙ্গে তর্ক হয় মেয়ের। বিষয়টি স্বামীকে জানানোর পর সেও আমার মেয়েকে গালমন্দ করে। এক পর্যায়ে রাসেল আমার মেয়েকে বলে, ‘তুই মরস না কেনো? তুই মরলে শান্তি পাইতাম। তুই বাড়ি থেকে চলে যা।’ পরে রাত ১টার পরে তারা মোবাইলে আমাকে জানায় মেয়ে নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’ </p> <p>লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের স্বামী রাসেলকে আটক করা হয়েছে।</p>