<p>কক্সবাজার সরকারি কলেজের লোগো থেকে নৌকা সরিয়ে দেওয়া হয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগের প্রতীক বিবেচনা করে লোগো থেকে নৌকা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।</p> <p>মঙ্গলবার (৩০ অক্টোবর) একাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে কলেজের লোগোতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির নিষিদ্ধ?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730286401-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির নিষিদ্ধ?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/30/1440850" target="_blank"> </a></div> </div> <p>পরিবর্তিত লোগেতে দেখা গেছে, লোগো ঠিক রেখে শুধু নৌকা সরিয়ে এর পরিবর্তে যুক্ত করা হয়েছে সূর্য। এর নিচে থাকা বই, খাতা ঠিক রেখে বইয়ের ওপর যুক্ত করা হয়েছে কলম।</p> <p>অধ্যক্ষ জানান, ২০১৮ সালে দুটি মোমবাতি ছিল মাঝখানে। সেটি পরিবর্তন করে নৌকা আনা হয়। তবে বিষয়গুলো অগোছালোভাবে ছিল।</p>