<p>খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) তৃতীয় উপাচার্য হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুল আহসান।</p> <p>বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপাচার্যের সচিবালয়ে যোগ দেন।<br />  <br /> এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সারোয়ার আকরাম আজিজ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীরা।</p> <p>এর আগে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির আদেশে মঙ্গলবার নামজুল আহসান উপচার্য হিসেবে নিয়োগ লাভ করেন। </p> <p>উল্লখ্য, অধ্যাপক ড. মো. নাজমুল আহসান ১৯৬৭ সালে ২১ জুলাই খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে এসএসসি এবং সরকারি বিএল কলেজ থেকে ১৯৮৫ সালে এইচএসসিসহ উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদ থেকে ১৯৮৯ সালে প্রথম শ্রেণিতে অনার্স এবং ১৯৯১ সালে প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।</p>