<p>নরসিংদীর বেলাবতে এক দোকান থেকে প্রায় ২৪ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই নারীর বিরুদ্ধে। বুধবার (৩০ অক্টোবর) বেলাব বাজারের সানজিদা স্বর্ণ শিল্পালয় নামের একটি দোকানে এই ঘটনা ঘটে।</p> <p>দোকানের মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার সময় আমার দোকানে অলংকার ক্রয়ের জন্য দুজন বোরকা পরা নারী আসেন। এ সময় বিভিন্ন বক্সে থাকা গলার চেইন, কানের দুল, নেকলেসসহ বিভিন্ন অলংকার একের পর এক দেখতে থাকে এবং দরদাম করেন তারা। এত বেশি অলংকার দেখছিলেন ও দাম করছিল আমি কিছুটা বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়ছিলাম। এ সময় ৮০ হাজার টাকা দিয়ে কিছু অলংকার ক্রয় করে চলে যায় তারা।</p> <p>তারা চলে যাওয়ার পর আমার সন্দেহ হয়। এ সময় আমি দোকানে ডিসপ্লেতে থাকা ও সিন্দুকে থাকা স্বর্ণ অলংকার হিসাব করে দেখতে থাকি। হঠাৎ দেখতে পায় সিন্দুকে থাকা একটি বক্সে গলার চেইন, কানের দুলসহ বিভিন্ন অলংকার ভরা বক্সটি নিই। ওই বক্সের মধ্যে ২৪ ভরি স্বর্ণ অলংকার ছিল। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। তাৎক্ষণিক দোকান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ওই দুই নারীকে খোঁজাখুঁজি করেও পাইনি।’</p> <p>বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘আমরা শুনে ঘটনাস্থলে এসেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। এ ঘটনা উদঘাটনে আমরা কাজ করছি।’</p>