<p style="text-align:justify">বিএনপি নির্বাচনের জন্য আমাকে সমর্থন জানিয়েছে। বিএনপি জেলা পর্যায়ের নেতাদের যে চিঠি দিয়েছে, সেটা তারাই ভালো বলতে পারবেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের বিপ্লব এখনো শেষ হয়নি। বিপ্লবের অনেক বাকি রয়েছে। আমাদের সবাইকে মিলে এই বিপ্লব শেষ করতে হবে।’ </p> <p style="text-align:justify">বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">রাশেদ খান বলেন, ‘আমরা বলেছি যে গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে। আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে। বিএনপির চিঠির বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমাদের দলের নীতিনির্ধারকেরা এ নিয়ে সিদ্ধান্ত নেবেন।’</p> <p style="text-align:justify">মতবিনিময়সভায় গণ অধিকার পরিষদের সহসভাপতি মাজেদুল ইসলাম, জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজনসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।</p>