<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনেক বছরের লালিত একটি স্বপ্ন দুই বছর আগে সত্যিতে রূপ দিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় সিংহাসনে বসে দেশের মানুষকে সাবিনারা এনে দিয়েছিলেন গৌরবের মুহূর্ত। তাঁদের সাফল্যের রেণু ছড়িয়ে পড়েছিল সারা দেশে। দুই বছরের ব্যবধানে কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামেই আজ সেই সাফল্যের ধারাবাহিকতা আরো উঁচুতে নেওয়ার চ্যালেঞ্জে নামতে হচ্ছে মেয়েদের। প্রতিপক্ষ সেই নেপাল, যাদের হারিয়েই ২০২২ সালে বহুল কাঙ্ক্ষিত শিরোপার ছোঁয়া পেয়েছিল বাংলাদেশ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজও দশরথ স্টেডিয়ামে লাল-সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন দেখছেন সাবিনারা। গতকাল সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক জানালেন, তাঁর দল শিরোপা জেতার জন্য পুরোপুরি প্রস্তুত, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি আমার দল নিয়ে আত্মবিশ্বাসী। মেয়েরা যেসব বিতর্কের মধ্য দিয়ে গেছে এবং সেসব সামলে যেভাবে ফুটবল খেলেছে, সেটা অবিশ্বাস্য। এর প্রশংসা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে তাঁদের কাছে কৃতজ্ঞ। আমার মনে হয় না, কোনো কিছুর ঘাটতি থাকবে মাঠে। আপনারাই বলেছেন, মেয়েরা এত ভালো ফুটবল কিভাবে খেলছে। আমি মনে করি, ভালো খেলে মেয়েরা শিরোপা জেতার জন্যই নামবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতবারের মতো এবারও ফাইনালে আসার পথে নিজেদের শক্তিমত্তা দেখিয়ে এসেছেন মেয়েরা। পাকিস্তানের সঙ্গে অপ্রত্যাশিত ড্র করলেও ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়ার পর সেমিতে ভুটানকে হারায় গোলউৎসব করে ৭-১ ব্যবধানে। শুধু গোলের সংখ্যা কিংবা ম্যাচের ফল দিয়ে এই দলের গভীরতা বোঝানো যাবে না। ব্রিটিশ কোচ পিটার বাটলারের আক্রমণাত্মক কৌশলে খেলার মান বেড়েছে আগের তুলনায় অনেক। নিখুঁত পাসের সঙ্গে খেলায় ধারও বেড়েছে মেয়েদের। নেপালের কোচ রাজেন্দ্র তামাংও মনে করছেন তেমনটাই। যে কারণে বাড়তি সতর্ক থাকতে হবে বলছেন তিনি, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইংলিশ কোচের অধীনে বাংলাদেশ শক্তিশালী দল, তাদের খেলার স্টাইল ইংলিশদের মতো। তাই এটা নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের। ঘরের মাঠে খেলা বলে যদিও সমর্থকদের পাশে পাওয়ার সুবিধা আমাদের পক্ষে থাকবে; কিন্তু টেকনিক্যালি এগিয়ে থাকা বাংলাদেশকে নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সাফের সাত আসরে নেপালের এবার ষষ্ঠ ফাইনাল। কিন্তু একবারও তাদের ভাগ্য সুপ্রসন্ন হয়নি। সব ফাইনালে ব্যর্থতা নিয়ে ফিরতে হয়েছে তাদের। সেমিফাইনালে ভারতকে হারিয়ে আসা নেপাল এবার দীর্ঘ অপেক্ষা ফুরিয়ে শিরোপা ছুঁয়ে দেখতে চায়। এমন আকাঙ্ক্ষার কথাই জানিয়েছেন অধিনায়ক অঞ্জিলা তুম্বাবো, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা দারুণ অনুপ্রাণিত আছি। আমার লক্ষ্য একটাই, শিরোপা জেতা। এবার আমরা ট্রফি ছুঁয়ে দেখতে চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দশরথে ভারত-নেপাল ম্যাচের মতো আজও দর্শকের ঢল নামবে বলেই ধারণা করা হচ্ছে। স্বাগতিক দর্শকরা সেদিন অকুণ্ঠ সমর্থন জুগিয়েছে ম্যাচজুড়ে। এতে প্রতিপক্ষ কিছুটা হলেও বাড়তি চাপে পড়ে যায়। সাবিনা অবশ্য বলছেন, কিছু কিছু ক্ষেত্রে দর্শকদের চাপটা স্বাগতিকদের ওপরই বেশি থাকে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের কিছুটা অসুবিধা তো হবেই। দলে অনেকেই তরুণ আছে। আবার অনেকেরই এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে। আমার কাছে মনে হয়, এসব ক্ষেত্রে স্বাগতিক দলই বেশি চাপে থাকে। দেখা যাক কী হয়। এখন মেয়েরা ভালো ফুটবল খেলছে, এটাই স্বস্তির। আমরা মানসিকভাবে শক্ত থাকলে ইনশাল্লাহ জিতেই ফিরব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছয় মাস আগে দায়িত্ব নিয়ে নতুন আঙ্গিকে দল গোছানোর কাজে মনোযোগ দেন পিটার বাটলার। দলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভব আনতে চেয়েছিলেন, সেটা পেরেছেনও তিনি। আজকের ফাইনালে মানসিকভাবে শক্ত থাকার কথা বলছেন বাংলাদেশ কোচ, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিহরণ জাগানিয়া ফাইনাল হবে। আমরা অনেকটা পথ এসেছি, আরো এগিয়ে যেতে চাই। নেপালের প্রতি ভীষণ শ্রদ্ধা আছে আমার। যখন আপনি ফাইনালে খেলবেন, তখন সব কিছু সেরাভাবে নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। কেননা, কখনো কখনো উপলক্ষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। আমি জানি, আগামীকালের ম্যাচে অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকবে, তবে আমাদের বিশ্বাস করতে হবে সঠিক মানসিকতা, মনোভাব নিয়ে যেন আমরা খেলতে পারি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে এসে সাবিনারা নৈপুণ্যের ঝাঁজ দেখাতে পারবেন কি না, সেটা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় পৌনে ৭টায় শুরু হবে শিরোপার লড়াই। যে লড়াইয়ে স্বাগতিক সমর্থকদের গলা ফাটানো চিৎকারও সঙ্গী হবে নেপালের মেয়েদের। তবে কাঠমাণ্ডুকে স্তব্ধ করে দিয়ে শিরোপায় রঙিন হওয়ার লক্ষ্যে অবিচল সাবিনারাও। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>