<p style="text-align:justify">আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে টেস্ট দলে না থাকলেও ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে ফরম্যাটেই দেখা যাবে সাকিব আল হাসানকে।</p> <p style="text-align:justify">দুবাইয়ে আবুধাবি টি-টেন লিগ শুরুর আগের দিন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই। </p> <p style="text-align:justify">আজ পর্দা উঠছে আবুধাবি টি-টেন লিগের অষ্টম আসরের। আসর শুরুর আগের দিন গতকাল ১০ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয়েছিলো 'প্রেস মিট'। সেখানেই এক সাংবাদিকের প্রশ্ন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসানকে, সাকিব ভাই, আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারবো?</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নেইমারের ফেরার সম্ভাব্য সময় জানালেন ব্রাজিল কোচ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732168290-91d0b90da5e9178d194f54c50574b344.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নেইমারের ফেরার সম্ভাব্য সময় জানালেন ব্রাজিল কোচ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/21/1449031" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">অনেকটা হেসেই সাকিব আল হাসান বলেছেন, এই টুর্নামেন্টের পরে দেখা যাবে। এরপরেই জানতে চাওয়া হয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাকে দলে দেখা যাবে কি না? সেখানেও সাকিবের ছোট উত্তর, ‘এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি।’</p> <p style="text-align:justify">৮ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, অপরদিকে ২ ডিসেম্বরেই শেষ হয়ে যাবে আবুধাবি টি-টেন লিগের ফাইনাল। ফলে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের সাথে যোগ দেখার জন্য সাকিবের হাতে থাকবে যথেষ্ট সময়।</p>