<p>বাগেরহাটের ফকিরহাটে ডলি বেগম (৩৫) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার লখপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নিহতের মা বাদী হয়ে থানায় হত্যার অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।</p> <p>নিহত ডলি বেগম খুলনার রূপসা এলাকার বাসচালক সোহাগ শেখের স্ত্রী এবং বাগেরহাটের সাইনবোর্ড এলাকার মোক্তার মীরের মেয়ে। ডলি বেগম ও স্বামী সোহাগ শেখ ফকিরহাটের লখপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।</p> <p>পুলিশ জানায়, গতকাল বুধবার (২০ নভেম্বর) বিকেলে ডলি বেগমের স্বামী সোহাগ শেখ নিহতের মা ও নিকটাত্মীয়দের ফোন করে জানান, ডলি ঘুমের ট্যাবলেট খেয়েছেন। এ খবর পেয়ে নিহতের স্বজনরা লখপুরে ওই ভাড়া বাড়িতে এসে দেখেন, ডলি বেগম মৃত অবস্থায় খাটের ওপর পড়ে আছেন। ঘটনাস্থলে নিহতের স্বামীকে না পেয়ে তাকে ফোন করলে জানান, তিনি যশোরে আছেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শাহজাহান ওমরের বাড়ির পর গাড়িতেও হামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732166359-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শাহজাহান ওমরের বাড়ির পর গাড়িতেও হামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/21/1449026" target="_blank"> </a></div> </div> <p>খবর পেয়ে থানার এসআই আশিক রেজাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন, নিহতের স্বামী তাকে সুকৌশলে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। </p> <p>নিহতের মা নার্গিস বেগম, মামি মিহিনা বেগম ও মামাতো ভাই সোহেল রানাসহ স্বজনরা জানান, তারা ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন ডলি বেগম মৃত অবস্থায় পড়ে আছেন। তখন থানা পুলিশকে অবহিত করেন। তাদের ধারণা, ডলির স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের মা নার্গিস বেগম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় হত্যার অভিযোগে একটি লিখিত আবেদন করেন।</p> <p>ফকিরহাট মডেল থানার ওসি আলমগীর কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা সম্ভব হবে।</p>