<p>রংপুরে বীজ আলুর দাম বাড়িয়ে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ এক লাখ টাকা জরিমানা করেছে। গতকাল বুধবার (২০ নভেম্বর) বিকেলে রংপুর মহানগরের দর্শনা এলাকায় কিষাণ কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়।</p> <p>আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে এ তথ্য জানান রংপুর বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আফসানা পারভীন। তিনি জানান, বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।</p> <p>অভিযানে জানা যায়, মেসার্স একতা সীডস নামের প্রতিষ্ঠানটি তাদের বীজের প্যাকেটে দাম না লিখে প্রতিদিনই দাম বাড়িয়ে বিক্রি করছিল। মৌসুমের শুরুতে প্রতি কেজি বীজের দাম ছিল ৬৮ টাকা, যা ধীরে ধীরে ১১০ টাকায় পৌঁছেছে। একদিন আগে যেই বীজের দাম ছিল ৯৭ টাকা, পরদিন তা ১১০ টাকায় বিক্রি করা হয়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শাহজাহান ওমরের বাড়ির পর গাড়িতেও হামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732166359-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শাহজাহান ওমরের বাড়ির পর গাড়িতেও হামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/21/1449026" target="_blank"> </a></div> </div> <p>অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আফসানা পারভীন। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির অফিসার মো. সাইফুল ইসলাম।</p> <p>এ ছাড়া শাহী বাণিজ্যালয়কে আলু বিক্রয়ের সময় রশিদ যথাযথভাবে না ব্যবহারের জন্য ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।</p>