<p>ঢাকা সিটি কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাখান করে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। কলেজটির অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগসহ কয়েকটি দাবিতে এ আন্দোলন শুরু করেন তারা।</p> <p>বুধবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে ধানমন্ডি ২ নম্বর সড়কের একপাশের যানচলাচল বন্ধ রয়েছে।</p> <p>এর আগে চলমান আন্দোলনের মুখে ২৮ অক্টোবরের নোটিশে ২৯ অক্টোবর ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। এরপর মঙ্গলবার সন্ধ্যার এক নোটিশে বুধ ও বৃহস্পতিবার আরও দুই দিনের ছুটি ঘোষণা করা হয়।</p> <p>শিক্ষার্থীরা বলছেন, তাদের অন্যতম দাবি ছিল অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগ দাবি। কিন্তু সেই দাবি মানা হয়নি। এজন্য তারা সড়ক অবরোধ করেছে।</p>