<p>সাভারের আশুলিয়ায় ৩২ লাখ টাকা মূল্যের ট্রাক ভর্তি ২১টি গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ডাকাতি হওয়া ২১টি গরুর মধ্যে সাতটি গরু উদ্ধারসহ ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।</p> <p>আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলন করে সাতটি গরু উদ্ধারসহ দুটি ট্রাক ছয় ডাকাত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির। এর আগে ২৮ অক্টোবর রাতে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় খালি ট্রাক দিয়ে গরুভর্তি ট্রাকের গতিরোধ করে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২১টি গরুসহ ট্রাকটি ডাকাতি করে নিয়ে যায় ডাকাতরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে তিন দিন ধরে বাস চলাচল বন্ধ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730282019-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে তিন দিন ধরে বাস চলাচল বন্ধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/30/1440820" target="_blank"> </a></div> </div> <p>গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বেলুটিয়া গ্রামের করিম মোল্লা আওয়াল বেপারীর ছেলে মো. তোফাজ্জল হোসেন বাবু (২৮), একই গ্রামের আফজাল শেখের ছেলে মো. কুরবান আলী (২৫), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার দেওয়ান টাইটা গ্রামের কাদের শেখের ছেলে আল আমিন শেখ (৩০), একই এলাকার তারুটিয়া গ্রামের আমজাদ মোল্লার ছেলে শহিদুল (৩৬), ঢাকা জেলার আশুলিয়া থানার কলতাসূতি গ্রামের বাড়ল এলাকার ইদ্রিস আলীর ছেলে সজিব (২১)-সহ একই এলাকার টিটু মিয়ার ছেলে শিবলু (২০)।</p> <p>পুলিশ জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডাকাত শনাক্ত করে গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে আশুলিয়ার কলতাসূতি বাড়ল এলাকা থেকে প্রথমে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেন পুলিশ। পরে গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ, গাজীপুর ও টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয় আরো চার ডাকাত সদস্যকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ২১টি গরুর মধ্যে সাতটি গরু উদ্ধার করা হয় পাশাপাশি ট্রাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত আরো একটি পিকআপ জব্দ করা হয়। তবে ডাকাত দলের সর্দার পলাশ এখনো পলাতক রয়েছ।</p>