<p>চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য হত্যামামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় তাকে এই রিমান্ড দেওয়া হয়।</p> <p>বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।</p> <p>চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভুঁইয়া কালের কণ্ঠকে বলেন, আলম হত্যামামলার ডবলমুরিং থানা পুলিশ সাবেক এমপি লতিফকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।</p> <p>এর আগে বিকেল পৌনে ৪টার দিকে তাকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কারাগার থেকে আদালতে আনা হয়। এই সময় তাকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো হয়। রিমান্ড শুনানি শেষে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। </p> <p>উল্লেখ্য, ১৭ আগস্ট ভোর সাড়ে ৬টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিনে ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় এম এ লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।</p>