<p>সাভারে অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে স্ট্যান্ডার্ড গ্রুপের তিনটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বুধবার (৩০ অক্টোবর) সকালে কারখানা তিনটির মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় তারা। এ ঘটনায় প্রায় ১৮ হাজার শ্রমিক বিপাকে পড়েছেন। </p> <p>শ্রমিকরা জানান,  কয়েক দিন ধরে বিভিন্ন দাবি আদায়ে স্ট্যান্ডার্ড গ্রুপের হেমায়েতপুরের বাগবাড়ী এলাকার সামস স্টাইলিং ওয়্যারস লি., উলাইল এলাকার স্ট্যান্ডার্ড স্টিচেস ও কলমা এলাকার কাজীপুর ফ্যাশনের তিনটি তৈরি পোশাক কারখানার প্রায় ১৪ হাজার শ্রমিক কর্মবিরতিসহ বিক্ষোভ করছিলেন। এতে কারখানার উৎপাদন বন্ধ থাকলেও মালিকপক্ষ কোনো সমাধান না করে কারখানা তিনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। যার ফলে শ্রমিকরা কাজে যোগদান করতে এসে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ দেখে বাড়ি ফিরে যান।</p> <p>কারখানা কর্তৃপক্ষ জানায়, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তীতে কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।</p> <p>সামস স্টাইলিং ওয়্যারস লি.-এর এজিএম অ্যাডমিন অ্যান্ড অপারেশন মো. মুনজুর আলম বলেন, পরবর্তীতে কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। বর্তমানে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা তিনটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।</p>