<p>পৃথিবীতে ৩ হাজার প্রজাতির সাপ আছে। গ্রিন অ্যানাকোন্ডা বা এ দেশের গোলবাহারের মতো বিশাল প্রজাতির সাপ যেমন আছে, তেমনি খোদ আমাদের বাংলাদেশেই বাস করে মাত্র ৪ ইঞ্চির খুদে <a href="https://www.kalerkantho.com/online/science/2024/10/28/1440088"><span style="color:#2980b9">ব্রাহ্মণী সাপ।</span></a> কিন্তু ব্রাহ্মণী সাপকেও পৃথিবীর সবচেয়ে ছোট সাপ বলা হয় না। </p> <p>অনলাইন ঘাঁটলে দেখা যায়, পৃথিবীর সবচেয়ে ছোট সাপ হলো বার্বাডোজ থ্রেডস্নেক। এটা কেন ছোট সাপ হলো সেটা ভাবলে একটু অবাক লাগে। কারণ, ব্রাহ্মণী সাপের কোনো কোনোটার আকার দুই ইঞ্চির মতো। কিন্তু ছয় ইঞ্চি আকারের ব্রাহ্মণীও দেখা যায়। অন্যদিকে বার্বাডোজ থ্রেড স্নেকের কোনোটার দৈর্ঘ ৩.৯৪ ইঞ্চি। কেনো কোনোটা ৪.৪ ইঞ্চিও হয়। কিন্তু ৫ বা ৬ ইঞ্চি আকারের হয় না। আবার ২ ইঞ্চি আকারের কোনো বার্বাডোজ থ্রেডস্নেক আছে কি না, জানা যায় না। যা-ই হোক, এটিই পৃথিবীর সবচেয়ে ছোট সাপ হিসেবে স্বীকৃত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ : এক কামড়ে ১০০ মানুষ ধরাশায়ী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730114214-c6bd8388fd80d95347dd07b6a2d62116.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ : এক কামড়ে ১০০ মানুষ ধরাশায়ী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/28/1440088" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পৃথিবীর সবচেয়ে বড় সাপ কোনটি?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729404195-1fe91f25d6eb93b7571adfddbf37542d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পৃথিবীর সবচেয়ে বড় সাপ কোনটি?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/20/1437077" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>এই সাপকে চাইলে একটা কয়েনের ওপর রাখা যায়। বার্বাডোজ থ্রেডস্নেকের বৈজ্ঞানিক নাম টেট্রাফ্লোফিস কার্লি। সাপের এই খুদে এই প্রজাতিটি প্রথম আবিষ্কৃত হয় ২০০৮, ক্যারিবিয়ান অঞ্চলের বার্বাডোজ দ্বীপে। ক্ষুদ্র আকৃতির কারণে একে নুডল সাপ বা কীট সাপও বলে। এদের গায়ের রং ধূসর বা বাদামি হয়। গায়ের রং এদের খুব সহজেই মাটিতে বা গাছে ছদ্মবেশ নিতে সাহায্য করে।</p> <p>বার্বাডোজ থ্রেডস্নেকের দেহ অনেকটা সুচ বা সূক্ষ্ম সুতার মতো। দেহ খুবই সরু এবং দেখতে অনেকটা কেঁচোর মতো লাগে। শারীরিক গঠনের কারণেই এরা সহজে মাটির নিচে চলাচল করতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশের সবচেয়ে বড় সাপ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729576369-cc5ad7586203778e679fe92a79f2ba15.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশের সবচেয়ে বড় সাপ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/22/1437838" target="_blank"> </a></div> </div> <p>বার্বাডোজ থ্রেডস্নেক মূলত মাটির নিচে বাস করে। তাই মাটির ভেতরকার ছোট ছোট পোকামাকড় বা কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে। ছোট পিঁপড়া ও উইপোকার ডিম এদের খুব পছন্দ। </p> <p>বার্বাডোজ থ্রেডস্নেকের প্রজনন প্রক্রিয়া সম্পর্কে খুব বেশি তথ্য নেই। তবে ধারণা করা হয়, এরা ডিম পাড়ে। প্রতিটি ডিম ফুটে একটি করে ছোট সাপ বের হয়। দ্রুতই বড় হতে শুরু করে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে সাপ পুরুষ ছাড়াই বংশবিস্তার করতে পারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729773290-6e2542eacad08e9bd0a9c5728b77c54e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে সাপ পুরুষ ছাড়াই বংশবিস্তার করতে পারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/24/1438727" target="_blank"> </a></div> </div> <p>বার্বাডোজ থ্রেডস্নেকের এই ছোট আকার তাদের টিকে থাকার কৌশলের জন্যই জরুরি। ক্ষুদ্র আকৃতি এদেরকে খুব সহজেই মাটির নিচে, গাছের পাতার নিচে বা কাণ্ডের ফাটলে লুকিয়ে থাকতে সাহায্য করে। </p> <p>বার্বাডোজ থ্রেডস্নেকের বাস বার্বাডোজ তো বটেই, এদের ঘনিষ্ঠ কিছু প্রজাতি ক্যারিবিয়ান অঞ্চলের অন্যান্য দ্বীপেও দেখা যায়। সাপটি খুব বিরল এবং শুধু নির্দিষ্ট কিছু অঞ্চলে পাওয়া যায়। তাই প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ প্রাণী এটি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে সাপ শত্রুর চোখে বিষ ছুড়ে মারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729161454-d65104bb41f737a02733e21ec11a2636.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে সাপ শত্রুর চোখে বিষ ছুড়ে মারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/17/1436127" target="_blank"> </a></div> </div> <p>বার্বাডোজ থ্রেডস্নেকের আবাসস্থল প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে মানুষের নানা কার্যকলাপের কারণে। যেমন, বনাঞ্চল ধ্বংস, ভূমি দখল ইত্যদি কারণে।  এই সাপটি বিলুপ্ত হলে, প্রকৃতির খাদ্যশৃঙ্খলে বিরূপ প্রভাব পড়বে। কারণ এরা ছোট পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে।</p> <p>সূত্র : বিবিসি নেচার<br />  </p>