<p>বগুড়ার ধুনট উপজেলায় সুদের টাকা দিতে না পারায় ঋণগ্রহীতা সুমির চন্দ্র শীলের বাড়ি থেকে নিয়ে যাওয়া গরুটি ছয় দিন পর দাদন ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। </p> <p>বুধবার (৩০ অক্টোবর) দুপুরের পর উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের দাদন ব্যবসায়ী সঞ্জয় কুমার মোহন্তের বাড়ি থেকে গরুটি উদ্ধার করে ঋণগ্রহীতা সুমির চন্দ্র শীলের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।</p> <p>পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পিরহাটি গ্রামের তারাপদ শীলের ছেলে সুমির চন্দ্র শীল একজন বেকার যুবক। তার চার সদস্যের পরিবার। তাদের অভাব-অনটনের সংসার। জীবিকার তাগিদে একটি গাভি পালন করেন সুমির। প্রতিদিন সকাল-বিকেল ওই গাভির দুধ বিক্রি করে কোনো রকমে চলে সুমির চন্দ্রের সংসার। তার ছেলে কলেজে ও মেয়ে উচ্চ বিদ্যালয়ে লেখাপাড়া করে। ছেলে-মেয়ের লেখাপড়া ও সংসারের খরচ জোগাতে চরম আর্থিক সংকটে পড়েন সুমির চন্দ্র শীল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য লতিফের ৩ দিনের রিমান্ড" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730291147-15fc23686f45de98d96a02033096be7d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য লতিফের ৩ দিনের রিমান্ড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/30/1440877" target="_blank"> </a></div> </div> <p>এ অবস্থায় সুমির চন্দ্র প্রায় ২ বছর আগে স্ট্যাম্পে সই দিয়ে প্রতিবেশী বিমল চন্দ্রের ছেলে সঞ্জয় কুমার মোহন্তের কাছ থেকে বার্ষিক ২৫ হাজার টাকা সুদে ১ লাখ টাকা ঋণ নেন। বার্ষিক সুদের টাকা দুই কিস্তিতে পরিশোধ করার শর্ত রয়েছে। শর্ত অনুযায়ী ঋণ গ্রহণের ছয় মাস পর ১৩ হাজার টাকা পরিশোধ করেছেন সুমির। এরপর অভাব-অনটনের কারণে সুমির চন্দ্র সুদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। এতে সুদ-আসলে সুমির চন্দ্রের টাকার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৩৭ হাজার টাকা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নেপালের বিপক্ষে ফাইনালের একাদশে এক পরিবর্তন বাংলাদেশের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730290876-48bab4addd4fa02b3ed112b3ff92d871.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নেপালের বিপক্ষে ফাইনালের একাদশে এক পরিবর্তন বাংলাদেশের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/30/1440874" target="_blank"> </a></div> </div> <p>এই টাকা দিতে না পারায় ২৫ অক্টোবর সকালে সুমির চন্দ্রের বাড়ি থেকে একটি গরু জোরপূর্বক নিয়ে গেছেন সঞ্জয় কুমার মোহন্ত ও তার লোকজন। এ সময় সুমির চন্দ্র ও তার পরিবারের লোকজন তাদের শেষ সম্ভল গরুটি নিয়ে যেতে বাধা দেন। তখন তারা ক্ষুব্ধ হয়ে সুমির চন্দ্র ও তার পরিবারের লোকজনকে মারধর করেন। এ ঘটনায় সুমির চন্দ্র শীল বাদী হয়ে ওই দিনই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে সুঞ্জয় কুমার মোহন্তসহ চারজনকে আসামি করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হজের কোন প্যাকেজে কত খরচ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730290220-cb30f54626726ce6283c0d2652a62fad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হজের কোন প্যাকেজে কত খরচ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/30/1440873" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে সঞ্জয় কুমার মোহন্ত বলেন, ‘শর্ত অনুযায়ী সুমির চন্দ্রের কাছে ১ লাখ ৩৭ হাজার টাকা পাওনা আছি। সুমির গরু বিক্রি করে আমার টাকা পরিশোধ করতে চেয়েছিলেন। তাই সুমিরের সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে তার গরুটি নিয়ে এসেছি। তার বাড়ি থেকে জোরপূর্বক গরু আনার অভিযোগটি সঠিক নয়।’</p> <p>ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ আলী বলেন, ঋণগ্রহীতার অভিযোগের ভিত্তিতে গরুটি উদ্ধার করে দেওয়া হয়েছে। উভয় পক্ষের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টি সমাধানের চেষ্টা চলমান রয়েছে।</p>