<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সনাতন ধর্মাবম্বলীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি (দেওয়ালি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১ অক্টোবর বৃহস্পতিবার। আর এক দিন পরেই অমাবশ্যার রাতে এই পূজা ও উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবকে কেন্দ্র করে সাজ সাজ রব পড়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্যাপুর গ্রামে। ২০০ বছরের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ প্রতিমা দিয়ে শ্যামাপূজা করা হয়। এ উপলক্ষে সেখানে তিন দিনের মেলারও আয়োজন করা হয়। শ্যামাপূজা ও দীপাবলি উৎসব ঘিরে সাদুল্যাপুর গ্রামে সাড়ে সাত হাত উচ্চতার (প্রায় ১২ ফুট) প্রতিমা তৈরির কাজ চলছে। মালাকার হারাধন মোহন্ত টানা ২৮ বছরে এই মণ্ডপের প্রতিমা তৈরি করেন। স্থানীয় বাসিন্দারা জানায়, প্রায় ২০০ বছর ধরে শিবগঞ্জের সাদুল্যাপুর গ্রামে এই পূজা হয়ে আসছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>