<p>কিশোরগঞ্জের ভৈরবে শাহারা বেগম (৫০) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ অক্টোবর) পৌর শহরের ভৈরবপুর (দ.) পাড়া আইস কম্পানি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।</p> <p>শাহারা পৌর শহরের বজন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গকুলনগর এলাকার বাবুল মিয়ার স্ত্রী। আটকরা হলেন ভাড়াটিয়া রতন মিয়া, তার স্ত্রী খোদেজা বেগম, মেয়ে স্মৃতি বেগম ও সোমা বেগম। তারা একই বাড়ির ভাড়াটিয়া।</p> <p>পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে শাহারার ওপর হামলা করে খোদেজা বেগমের পরিবার। স্থানীয়রা উদ্ধার করে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক৷</p> <p>হত্যার বিচার দাবি করে নিহতের বোনের ছেলে হীরা বলেন, ‘প্রায় সময় আমার খালার সঙ্গে খোদেজার পরিবারে ঝগড়া হতো। ৩০ অক্টোবর বিকেলে চারজন নারীসহ পাঁচজন খালাকে মারধর করে। রতন মিয়া, খোদেজা বেগম, স্মৃতি, সোমা ও রাবেয়া মিলে মারধর করে৷’</p> <p>ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মো. শাহিন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ চারজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।</p>