<p>আজ অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের ১৫তম সভা। বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হওয়া এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ ও এনায়েত হোসেন সিরাজের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।</p> <p>একই সঙ্গে তিনটি কিংবা এর বেশি সভায় অনুপস্থিত থাকায় পদ হারিয়েছেন শেখ হাসিনা সরকারের পতনের পর গাঢাকা দেওয়া আরো ১১ পরিচালক। তাঁরা হলেন-নাজমুল হাসান, মনজুর কাদের, আ জ ম নাছির উদ্দিন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিকুল আলম চৌধুরী নাদেল, ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ টিটু, ওবেদ রশিদ নিজাম, গাজী গোলাম মর্তুজা ও নাজিব আহমেদ।</p> <p> এরপর দেশের তিনটি প্রধান ভেন্যু ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিমের সুযোগ-সুবিধার আধুনিকায়নের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আরো একটি সিদ্ধান্ত এসেছে আজকের বোর্ডসভায়।</p> <p>সেটি হলো আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সব টিকিটই অনলাইনের মাধ্যমে বিক্রি করবে বিসিবি। টুর্নামেন্টটি শুরুর তারিখ চূড়ান্ত করা হয়েছে আগামী ৩০ ডিসেম্বর। ফাইনাল হবে আগামী ৭ ফেব্রুয়ারি।</p>