<p>গত মঙ্গলবার রাতে গাজীপুর জেলার কালীগঞ্জের উলুখোলায় আলোচিত ডাকাত দলের সদস্যরা গণপিটুনির শিকার হয়। সেই ঘটনার পর ১ নারী সদস্যসহ ডাকাত দলের ৫ জনকে আটক করা হয়েছে। </p> <p>এর আগে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় ডাকাত দলের কবলে পড়ে একটি মাইক্রোবাস। </p> <p>এসময় যাত্রীসহ চালককে জিম্মি করে ডাকাত দল মাইক্রোবাসটি ছিনতাই করে গাজীপুরের দিকে নিয়ে যায়। ওই রাতেই গাজীপুরের উলুখোলায় অন্য গাড়ি চালক ও জনতার হাতে আটক হয় দুজন। এসময় গণপিটুনির শিকার হয় তারা।</p> <p>এর আগে যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে ডাকাত দল। কিন্তু ঘটনার পরপরই চালক ও অন্যদের কৌশলে হার মানতে বাধ্য হয় ডাকাত দল। <br /> পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে একজন নারীসহ ৫ জন ছিনতাইকারীকে আটক করে ফরিদগঞ্জ থানা হেফাজতে নিয়েছে। </p> <p>পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ঘটনাস্থল দাউদকান্দি থানায় আটককৃতদের পাঠিয়ে দেওয়া হয়।</p> <p>এদিকে, ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশের সহায়তায় গাড়িসহ ৫ ছিনতাইকারী চাঁদপুর জেলার, কচুয়া থানার রাজারামপুর গ্রামের দৌলত মিয়া ছেলে জুলহাস (৩০), নদুমদা গ্রামের ইলিয়াছের ছেলে রাসেল (২৭), সদর থানার পূর্ব বিষ্ণুদি গ্রামের জিল্লুর রহমানের ছেলে মিন্টু তালুকদার (২৬), মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার নয়াকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে মনির হোসেন (৩০)  ও মুন্সীগঞ্জ জেলার থানার ছোট কেওয়ার, ঢালী বাড়ির আসাদ ঢালীর মেয়ে আয়েশা আক্তারকে (২৭) ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার আটক করে ফরিদগঞ্জ থানা হেফাজতে রাখে। পরে রাতেই তাদেরকে গাড়ি আটকের স্থান দাউদকান্দি থানায় প্রেরণ করা হয়েছে।</p> <p>ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, গাজীপুর কালীগঞ্জ থানা পুলিশের সহায়তায় <br /> ডাকাত দলের সদস্যদের আটক করা হয়েছে।</p> <p>ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ সরকার জানান, অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাস ছিনতাই ও ডাকাতির ঘটনায় ফরিদগঞ্জ পৌরসভার বড়ালী এলাকার চালক নূর নবী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।</p>