<p>চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ছয়টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা বিজিবির-৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পি এস সি। </p> <p>কর্নেল সাঈদ জানান, বিজিবির টহল কমান্ডার হাবিলদার মজনুল করিমের নেতৃত্বে বুধবার দুপুরে মোটরসাইকেলের সাইলেন্সারের ভিতর থেকে ৮৭০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। </p> <p>তিনি আরো জানান, উদ্ধার মালামাল চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়েছে। দামুড়হুদা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।</p>