<p>শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরদের বিক্ষোভ মিছিলে হামলা ও কলেজছাত্র মাহবুব হত্যা মামলার আসামি ঝিনাইগাতীর এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত মো. নুরুল ইসলাম তোতা (৬০) ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা দেবোত্তরপাড়া এলাকার বাসিন্দা মৃত গণি মিয়ার ছেলে। তিনি ঝিনাইগাতীর মালিঝকান্দা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।</p> <p>র‍্যাব ১৪, সিপিসি ১, মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী ৩০ অক্টোবর বৃ্হস্পতিবার রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইগাতীর তিনানি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম তোতাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।</p> <p>র‍্যাব জানায়, গত ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুষ্কৃতকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে শিক্ষার্থী মাহবুব আলম ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নিহতের মা মোছা. মাফুজা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নিয়ে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃ্হস্পতিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় অভিযানে মামলার আসামি মো. নুরুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, অপরাধ নির্মূলের লক্ষে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এ অভিযান অব্যাহত থাকবে।</p>