<p style="text-align:justify">ছাত্রদল নেতাকে অপহরণের পর নির্যাতন করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (২৩ নভেম্বর) বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।</p> <p style="text-align:justify">গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় অবস্থিত মেয়ের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p style="text-align:justify">জানা যায়, গত ২৫ আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, তার ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিম ও মো. আবুল কালাম আজাদসহ ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরো তিনজনকে আসামি করা হয়। </p> <p style="text-align:justify">মামলাটি দায়ের করেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বালিয়াকান্দি উপজেলার বিলধামু গ্রামের আব্দুল মালেকের ছেলে তুহিনুর রহমান। মামলায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপহরণের পর নির্যাতন করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। মামলাটি আদালতের বিচারক মৌসুমী সাহা আমলে নিয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।</p> <p style="text-align:justify">বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন বলেন, তুহিনুর রহমানের দায়ের করা মামলায় ৭ নম্বর আসামি মো. আবুল কালাম আজাদকে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকার মেয়ের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।</p>