<p>চট্টগ্রামের সীতাকুণ্ডে  নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় অভিযান চালিয়ে ৩১ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ অক্টোবর) এই অভিযানে নেতৃত্ব দেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম।</p> <p>উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বিপণন ও বিনিময় নিষিদ্ধ। তাই বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।</p> <p>মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০-এর ৫(১) ধারার আওতায় আটক প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সর্বমোট এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মোট ২০০ কেজি ইলিশ ও কিছু সামুদ্রিক মাছ জব্দ করা হয়। </p> <p>জব্দকৃত মাছ ১১টি এতিমখানায় বিতরণ করা হয়। মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ, উপজেলা মৎস্য দপ্তরের রাসেল দাশ, রুবেল দাশ, উর্মিত দাশ এবং ছাদেকুল ইসলাম।</p>