<p>দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট নিতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল ৬৯ রান পর্যন্ত। কিন্তু বাংলাদেশ সেই রানের অর্ধেক করার আগেই ৪ উইকেট হারিয়ে ধংসস্তূপে পরিণত হয়েছে। দলীয় ৩২ রানে ৪ ব্যাটার হারিয়ে চট্টগ্রাম টেস্টে ধুঁকছে স্বাগতিকেরা।</p> <p>বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ৩৮ রানে। ব্যাটিংয়ে আছেন মমিনুল হক (৬) ও নাজমুল হোসেন শান্ত (৪)। আগামীকাল দুজনের কাঁধে দায়িত্ব ধংসস্তূপে দাঁড়িয়ে বাংলাদেশকে পথ দেখানোর। সেটিও আবার যেনতেন নয়, লম্বা এক পথ পাড়ি দেওয়ার ভিত গড়ে দিতে হবে তাদের।</p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="33" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/তাইজুল.jpg" width="1000" /> <figcaption>টানা দ্বিতীয় টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। বাঁহাতি স্পিনারের কীর্তিতে খুশি শান্ত। ছবি: কালের কণ্ঠ, চট্টগ্রাম থেকে</figcaption> </figure> </div> <p>এমনটা বলার কারণও সকলের জানা। প্রথম ইনিংসে যে রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা। তিন সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৭৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি পাওয়া তিন ব্যাটারই টেস্ট ক্যারিয়ারের প্রথম তিন অঙ্ক স্পর্শ করেছেন। তারা হচ্ছেন- টনি ডি জর্জি (১৭৭), ত্রিস্তান স্টাবস (১০৬) ও উইয়ান মুল্ডার (১০৫*)। বাংলাদেশের হয়ে টানা দ্বিতীয় ও টেস্টে ১৪তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।</p> <p>এমন ব্যাটিং স্বর্গে নিজেদের ইনিংস শুরু করতে নেমে আসা-যাওয়ার মিছিলে থাকেন বাংলাদেশি ব্যাটাররা। প্রথম ওভারেই ড্রেসিংরুমের পথ ধরেন সাদমান ইসলাম। রানের খাতা খোলার আগেই বাংলাদেশি ওপেনারকে ‘দর্শক’ বানিয়ে দেন কাগিসো রাবাদা। তিনে নামা জাকির হাসানকেও পরে ফেরান তিনি। মিরপুরে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেই আজ বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার। বাংলাদেশের বাকি দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও ‘নাইট ওয়াচম্যান’ হাসান মাহমুদও ফেরেন দ্রুত। বাকি দুই উইকেট ভাগাভাগি করে নেন ড্যান প্যাটারসন ও কেশব মহারাজ। আগামীকাল ৫৩৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন মমিনুল ও অধিনায়ক শান্ত। </p>