<p>দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে চলেছে ‘জুমানজি’ ভক্তদের। অবশেষে পর্দায় আসছে জনপ্রিয় এই হলিউড ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। জুমানজির তৃতীয় কিস্তির ঘোষণা দিল সনি পিকচার্স। ২০২৬ সালে পর্দায় আসবে এটি।</p> <p>‘জুমানজি’ বরাবরই হলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল ফ্র্যাঞ্চাইজি। এর দুই কিস্তির সাফল্য ছিল চোখে পড়ার মতো। সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিস থেকেও তুলে নিয়েছে রেকর্ড আয়। সে সূত্র ধরেই এবার জুমানজির তৃতীয় কিস্তি আনতে যাচ্ছে সনি পিকচার্স। ২০২৬ সালের ১১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা। ফের একসঙ্গে হচ্ছেন ডোয়াইন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক ও ক্যারেন গিলান। আগের মতোই এ কিস্তিরও পরিচালনায় রয়েছেন জেক ক্যাসড্যান। তবে এটাই ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা হতে পারে বলে ইশারা দিয়েছেন জনসন।</p> <p>ভার্জিন রেডিওর কাছে দেয়া এক সাক্ষাৎকারে ২০২২ সালে ডোয়াইন জনসন জানান, তিনি মুখিয়ে আছেন জুমানজির তৃতীয় কিস্তিতে অভিনয় করার জন্য। তিনি এটাও ইশারা দেন যে সম্ভবত এটিই হবে এ ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা। </p> <p>জনসন বলেন, ‘জুমানজি নিয়ে জেকের দারুণ কিছু চিন্তা রয়েছে। সম্ভবত এটাই শেষ কিস্তি হতে যাচ্ছে। সে চেতনা থেকে বলতে গেলেও এটা একটা বিশেষ সিনেমা।’</p> <p>২০১৭ সালের ডিসেম্বরে মুক্তি পায় ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’। বৈশ্বিকভাবে সিনেমাটির আয় ছিল ৯৫ কোটি ডলার। এর সিকুয়াল তৈরি হয় ২০১৯ সালে, বৈশ্বিকভাবে যার আয় ৮০ কোটি ডলার। ওয়েলকাম টু দ্য জঙ্গলের গল্প আবর্তিত হয়েছে একদল টিনএজারকে কেন্দ্র করে, যারা ভিডিও গেমে আটকা পড়ে যায়।</p>