<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দলীয় কর্মী আমিনুল ইসলাম সজল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে সোমবার গভীর রাতে যশোর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার সন্ধ্যার পর শহরের খোলাডাঙ্গা এলাকায় মসজিদে যাওয়ার পথে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন সজল। তাঁকে দলের আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কর্মী হিসেবে দাবি করেছে জামায়াতে ইসলামী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সজল হত্যার খবর পেয়ে রাতে জেনারেল হাসপাতাল চত্বরে জড়ো হতে থাকেন জামায়াতের নেতাকর্মীরা। রাত ১০টার দিকে তাঁরা হাসপাতালের মর্গের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কোতোয়ালি থানার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ও ছাত্রশিবির শহর শাখার সভাপতি মোস্তফা কামাল।</span></span></span></span></p>