<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্বশত্রুতার জেরে মা ও ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সব আসামিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ওই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আবুবক্কার সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম (৪০) উল্লাপাড়া উপজেলার পূর্বমহেশপুর গ্রামের শাহজাহান প্রামাণিকের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলাল প্রামাণিক (৫৫), একই গ্রামের মো. বাচ্চু মিয়া (৪৩), দুলাল সরকার (৬০), মাসুদ উল্লাহ ওরফে রতন (৪০) রহমত উল্লাহ ওরফে পান্না (৪৩), রফিকুল ইসলাম (৬২) ও মো. বদিউজ্জামান (৬০)। আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধের জেরে ২০১৯ সালের ২৬ জুন রাতে সাবেক সেনা সদস্য আলতাব হোসেন মুকুল ও তাঁর বৃদ্ধা মা রিজিয়া খাতুনকে কুপিয়ে ও পায়ের রগ কেটে নিজ বাড়িতে হত্যা করা হয়।</span></span></span></span></span></p>