<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুবদল নেতা শামীম হত্যা মামলায় রিমান্ড শেষে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহর আদালত এ আদেশ দেন। গতকাল জামালকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলায় বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড করার জন্য একই দিন আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হলে যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা হয়। সেই মামলায় জামালকে গ্রেপ্তার করা হয়েছে।</span></span></span></span></p>