<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলায় সাংবাদিক মোল্লা জালালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান এই আদেশ দেন। মোল্লা জালাল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার শাহবাগ থানার এসআই আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সোমবার বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তাঁর আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে গত ১ নভেম্বর শাহবাগ থানায় অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলাটি করেন সংগীতশিল্পী শাহানা আফ্রিদী (৫০)। এজাহারে সাংবাদিক মোল্লা জালাল (৬৫) ও তাঁর সহযোগী সালেমান ওরফে সেলিমের (৫৪) বিরুদ্ধে অভিযোগ আনা হয়।</span></span></span></span></span></p>