<p>নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে প্রায় ২০টি ইটভাটা। যার বেশির ভাগে পোড়ানো হচ্ছে অবৈধ কাঁচা কাঠ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এসব ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। গত বৃহস্পতিবার দুপুরে সুবর্ণচরের সচেতন নাগরিকসমাজের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘ইটভাটাগুলোতে অবাধে ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে বনায়ন, অন্যদিকে ক্ষতির মুখে পড়ছে কৃষি। কাঠ পোড়ানোর কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। দীর্ঘদিন ধরে এ ইটভাটাগুলো চললেও এ বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। আগামী সাত দিনের মধ্যে  ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে উপজেলা প্রশাসন ঘেরাও এবং অবস্থান কর্মসূচির ঘোষণা করা হবে।’ সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল আমিন বলেন, ‘অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’</p> <p> </p>