<p>রাজশাহীর মোহনপুরে সিএনজি ও ভটভটির সংঘর্ষে সেনা সদস্যসহ দুজন নিহত হয়েছেন ও রংপুরে প্রাইভেট কারের ধাক্কায় সাংবাদিকসহ পাঁচজন আহতের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—</p> <p>রাজশাহী : রাজশাহী জেলার মোহনপুরে সিএনজির সঙ্গে ভটভটির সংঘর্ষে সেনা সদস্যসহ দুজন নিহত হয়েছেন। নিহত একজন হলেন মসজিদের ইমাম, অপরজন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত।</p> <p> জেলার মোহনপুর উপজেলার সইপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।</p> <p>তাঁদের বহনকৃত সিএনজিটি বাকশিমইল ইউনিয়নের অন্তর্গত সইপাড়া গ্রামস্থ মেডিক্যাল গেটের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভটভটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁদের দুজনকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।</p> <p>রংপুর :  রংপুরে বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের ধাক্কায় সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছে।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে সিটি বাজার থেকে ডিসি মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের পাশের একটি দোকানে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। এতে দেশ টেলিভিশন এবং কালের কণ্ঠের সাংবাদিক রফিক, একজন রিকশাচালক ও পথচারীসহ পাঁচজন আহত হন।</p> <p>পরে আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন দেশ টেলিভিশন এবং কালের কণ্ঠের সাংবাদিক।</p> <p> </p>