<p>পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আশা সেবাপ্রত্যাশীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে তাঁদের দীর্ঘদিনের অভিযোগ। হাসপাতালে যেকোনো জরুরি রোগী গেলে কর্তব্যরত চিকিৎসক কাঙ্ক্ষিত সেবা প্রদান না করে পাবনা সদরে অথবা রাজশাহী মেডিক্যালে পাঠিয়ে দেন। যেসব রোগী হাসপাতালে ভর্তি করা হয় তাঁদেরও সঠিক চিকিৎসাসেবা প্রদানে ডাক্তার-নার্সদের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ।</p> <p>সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, ঠিক সকাল ১০টায় হাসপাতালে সেবা নিতে চলে এসেছেন গ্রামের অনেক নারী-পুরুষ। হাসপাতালের আউটডোরের সামনে অপেক্ষা করছেন তাঁরা ডাক্তার দেখাবেন বলে। কিন্তু নেই কোনো ডাক্তার। অনেক সময় পরে একজন আউটডোরের রুমে গিয়ে বসলেন। সবাই তাঁকে দিয়ে দেখাতেই ব্যস্ত হয়ে পড়লেন। তিনি ছিলেন একজন সেকমো। তিনি একাই শিশু থেকে শুরু করে সব রোগী দেখছেন আর পরীক্ষার জন্য তাঁর মনোনীত একটা ডায়াগনস্টিকে পাঠিয়ে দিচ্ছেন। রোগীদের বাথরুমের অবস্থা এতটাই নোংরা আর দুর্গন্ধ, যা একেবারেই ব্যবহারের অনুপযোগী। কিছুদিন আগে চাটমোহরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা হাসপাতালে গিয়ে খাবার প্রস্তুকরণ রুমে প্রবেশ করে রোগীদের জন্য রাখা সুজিতে পোকা দেখতে পান। পাবনা জেলার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, ‘চাটমোহর হাসপাতালের অনিয়ম নিয়ে এরই মধ্যে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্টের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।</p> <p> </p>