<p style="text-align:justify">এক কানাডীয় কূটনীতিককে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীন জয়সওয়াল।</p> <p style="text-align:justify">গত মঙ্গলবার কানাডার পার্লামেন্ট কমিটির সামনে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন অভিযোগ করেন, শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।</p> <p style="text-align:justify">ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডেভিড মরিসনের ওই মন্তব্য নিয়ে পদক্ষেপ জানতে শনিবার প্রশ্ন করা হয় রণধীর জয়সওয়ালকে। তিনি জবাবে বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকে প্রতিবাদলিপি দেওয়া হয়েছে। পাশাপাশি কানাডার এক কূটনীতিককে তলব করা হয়েছে।’</p> <p style="text-align:justify">কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত বছর শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় এজেন্টরা জড়িত বলে অভিযোগ তোলেন। এর পর থেকেই দেশ দুটির মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছেই।</p>