<p style="text-align:justify">আগামী ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">শনিবার (২ নভেম্বর) সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এ কমিটির অনুমোদন দেন।</p> <p style="text-align:justify">কমিটির আহ্বায়ক করা হয়েছে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো. হাসিবুর রহমানকে। আর সদস্যসচিব করা হয়েছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমানকে। মূখ্য সংঘটক এবং মুখপাত্র হিসেবে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যথাক্রমে বেলাল হোসেন (বাঁধন) ও পারভেজ মোশারফ।</p> <p style="text-align:justify">এ ছাড়া, ১১১ সদস্যের এ কমিটিতে ১০ জন যুগ্ম আহ্বায়ক, ১১ জন যুগ্ম সদস্যসচিব, ৭ জন সংঘটক ও সদস্য রয়েছেন ৪৭ জন।</p>