<p>গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, এক ফ্যাসিবাদ হটিয়ে আরেক স্বৈরাচারকে দেশে আনতে চাই না। এ দেশে আর রাজনীতির নামে জমিদারি রাখতে চাই না। </p> <p>শনিবার (২ নভেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলা মডেল মসজিদ ঈদগাহ মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ভিপি নুর। </p> <p>নুরুল হক নুর বলেন, এ দেশে আর এমপির ছেলে এমপি, উপজেলা চেয়ারম্যানের ছেলে উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হতে পারবে না। ভারতের আশীর্বাদপুষ্ট আওয়ামী ফ্যাসিবাদ দেশে পরিবারতন্ত্র গঠন করে দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। যার কারণে শেখ হাসিনাকে ছাত্র-জনতা বিপ্লবের মাধ্যমে জবাব দিয়েছে। </p> <p>তিন বলেন, ২০১৮ সালে আমরাই প্রথম কোটা আন্দোলন শুরু করেছিলাম। যার কারণে ২০২৪ সালে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ অন্তর্বর্তী সরকারকে আমরা বসিয়েছি একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে দেশে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে। তারা যদি এর কোনো ব্যত্যয় ঘটায় তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না। </p> <p>কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আহমেদ, মেহেদী হাসান, দাউদকান্দি উপজেলার জাহিদ হাছান, অধ্যাপক মশিউর রহমান প্রমুখ।</p>