<p>নিম্ন আয়ের মানুষের জন্য ফরিদপুরে চালু হলো জনতার বাজার। বাজার থেকে কম মূল্যে ক্রয় করা যাবে সবজি। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে দুইদিন এই বাজার চালু করা হয়েছে। পরবর্তীতে সাতদিনই বাজার চালু রাখার কথা জানিয়েছে আয়োজকরা।</p> <p>ন্যায্য মূল্যে কৃষকের মাঠ থেকে তরতাজা সবজি সরাসরি ভোক্তার হাতে পৌঁছে দিতে কাজ করছে ‘জনতার বাজার’র আয়োজকরা। </p> <p>শনিবার (২ নভেম্বর) দুপুরে শহরের ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে এই বাজারের করেন কনজ্যুমার ভয়েস বাংলাদেশ নামক সংগঠনটি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উন্নয়নে অংশীদারিমূলক সংস্কার কমিটি তৈরির আহ্বান সিপিডির" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730542018-825ef17c3aad81f7ee540c0af05bd9bc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উন্নয়নে অংশীদারিমূলক সংস্কার কমিটি তৈরির আহ্বান সিপিডির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/02/1441873" target="_blank"> </a></div> </div> <p>সপ্তাহের দুইদিন শনিবার ও বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বাজারে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করা হবে। উদ্বোধনী দিনে আলু, পেঁয়াজ, বেগুন, রসুন, মরিচ, লাউসহ বিভিন্ন সবজি বাজার থেকে কম মূল্যে বিক্রি করা হয়।</p> <p>এ বাজারে পেঁয়াজ ১০৫টাকা, আলু বিক্রি করা হয় ৫৫টাকা কেজি দরে। আদা ১১০ টাকা কেজি, রসুন ২৩০টাকা, বাঁধাকপি ৫০টাকা, বেগুন ৫০টাকা, মুলা ৩৫টাকা, মিষ্টি কুমড়া ৫০টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।</p> <p>এছাড়াও সকল ধরনের সবজি বাজার থেকে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। এই বাজারে কমদামে সবজি কিনে খুশি ক্রেতারা। তবে সবজির পাশাপাশি ডিমসহ অন্যান্য সামগ্রীও বিক্রি করার দাবি জানিয়েছেন ক্রেতারা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৪৭তম বিসিএসে কোটায় পরিবর্তন আসতে পারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730540096-66ad25617fefa1c96ee01e8976c548c3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৪৭তম বিসিএসে কোটায় পরিবর্তন আসতে পারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/02/1441866" target="_blank"> </a></div> </div> <p>সবজি কিনতে আসা ক্রেতা রাশিদা বেগম বলেন, এ ধরনের বাজার চালু করায় আমরা খুশি। প্রথমদিনেই এসে সকল প্রকার সবজি এই বাজার থেকে কিনতে পেরেছি। বাজারে পেঁয়াজ ১২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে, এখান থেকে ১০৫টাকা কেজি দরে কিনেছি। এছাড়া আলু কিনেছি ৫৫টাকা কেজি দরে। </p> <p>সাব্বির হোসেন নামে আরেক ক্রেতা বলেন, সবজির পাশাপাশি এই বাজারে ডিম, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করলে আমরা আরো উপকৃত হতাম। আয়োজকদের কাছে দাবী জানাই সবজির পাশাপাশি অন্যান্য পণ্য বিক্রি করার জন্য। </p> <p>জনতার বাজারে আসা ক্রেতা আয়শা হাবিব বলেন, আজকে এসে জানতে পেরেছি সপ্তাহে দুইদিন চালু থাকবে কমদামের বাজার। আশা করি সপ্তাহের সাতদিনই এই বাজার চালু থাক। সাত দিন চালু থাকলে আমরা আরো উপকৃত হতাম। তিনি বলেন, প্রথমদিনের বাজারে এসে বিভিন্ন সবজি কিনেছি। সব মিলিয়ে বাজার থেকে ১০০ টাকা কমে কিনতে পেরেছি। </p> <p>কনজ্যুমার ভয়েস বাংলাদেশের সভাপতি মোস্তফা আমির ফয়সাল জানান, বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে নিম্নআয়ের মানুষের জন্য এই বাজার চালু করা হয়েছে। সপ্তাহে দুইদিন এই বাজার চালু থাকবে, পরবর্তীতে সাত দিনই চালু রাখার ব্যবস্থা করা হবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরকার কোনো গোষ্ঠীর কাছে দায়বদ্ধ নয় : জ্বালানি উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730541234-9b455c78f2049bc7504e278ce4256101.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরকার কোনো গোষ্ঠীর কাছে দায়বদ্ধ নয় : জ্বালানি উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/02/1441871" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো জানান, এছাড়া সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও বিক্রি করা হবে। জেলা প্রশাসক স্যারের সাথে কথা হয়েছে তিনি আমাদের একটি উন্মুক্ত জায়গার ব্যবস্থা করে দিলে আমরা বৃহৎ পরিসরে বাজার বসাতে পারবো। তখন আরো বেশি মানুষ এখান থেকে বাজার করতে পারবেন। প্রথমদিনে জনতার বাজার থেকে তিন শতাধিক মানুষ সবজি ক্রয় করেছেন বলে জানান তিনি।</p>