<p>নওগাঁয় গুণীজন সম্মাননা, পুরস্কার বিতরণ, আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে ‘জহির রায়হান চলচ্চিত্র সংসদ’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হয়েছে গতকাল। </p> <p>গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চন্দন দেব। অনুষ্ঠানের উদ্বোধন করেন কিংবদন্তি শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের দৌহিত্র তরুণ শিক্ষার্থী মোহাম্মদ ইয়ামিন রায়হান।</p> <p>এ সময় জহির রায়হানের সন্তান অভিনয় শিল্পী তপু রায়হান, পুত্রবধূ শাহীন রায়হান, ঢাকার ব্যবসায়িক উদ্যোক্তা মোহাম্মদ উল্লাহ সাগর ও মো. মেরাজুল ইসলাম সরকার, শিক্ষার্থী ও ক্রিয়েটিভ ডিজাইনার ফাহিম শাহরিয়ার প্রিন্স, তরুণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক শারদ শারার সামির, বিশিষ্ট কবি উদীচী নওগাঁর সভাপতি অধ্যাপক আতাউল হক সিদ্দিকীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মীরা উপস্থিত ছিলেন। </p> <p>অনুষ্ঠানে ৫ জন ভাষাসংগ্রামী, ২ জন মুক্তিযোদ্ধার নামে বিভিন্ন ক্যাটাগরিতে এবং একজনকে পাঠাগার বন্ধু সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কায়েস উদ্দিনকে ভাষাসংগ্রামী ডাক্তার মঞ্জুর হোসেন স্মৃতি পদক, চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ডাক্তার আহম্মদ হোসেন খানকে ভাষাসংগ্রামী ডাক্তার আমজাদ হোসেন তরফদার স্মৃতি পদক, সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য রফিকুদ্দৌলা রাব্বিকে ভাষাসংগ্রামী মোমিনুল হক ভূটি স্মৃতি পদক, ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ওবায়দুল্লাহ খান বইদাকে ভাষাসংগ্রামী এম সলিমুল্লাহ খান স্মৃতি পদক, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. শাবিন শাহরিয়ারকে ভাষাসংগ্রামী শেখ নূরুল ইসলাম স্মৃতি পদক, সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রকৌশলী গুরুদাস দত্ত বাবলুকে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক খন্দকার মকবুল হোসেন স্মৃতি পদক এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরীকে আরব স্মৃতি পদক প্রদান করা হয়। </p> <p>অন্যদিকে সারা দেশে পাঠাগার আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক বই বন্ধু কাজী এমদাদুল হক খোকনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। </p> <p>অনুষ্ঠানে হাতেখড়ি প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা আবৃত্তি আলেখ্য, ত্রি-তাল একাডেমির শিক্ষার্থীরা নৃত্যানুষ্ঠান, গানের আড্ডার শিল্পীরা সংগীতানুষ্ঠান এবং নাট্যশৈলী সদস্যরা একটি নাটক মঞ্চস্থ করেন।</p>