<p style="text-align:justify">প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী একক বইমেলার আয়োজন করেছে ঐতিহ্য। শনিবার (২ নভেম্বর) উৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, লেখক-গবেষক শারমিন আহমদ এবং তরুণ অনুবাদক মাহীন হক। বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ উৎসব চলবে ১১ নভেম্বর পর্যন্ত। </p> <p style="text-align:justify">প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ তার দুই যুগের পথচলা স্মরণীয় করে রাখতে ১০ দিনের এই উৎসব শুরু করেছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘ঐতিহ্য দুই যুগ যাবৎ প্রকাশনা ক্ষেত্রে ধ্রুপদিয়ানা ও নতুনত্বের সমন্বয় সাধনের কাজ করে চলেছে। এবারের একক বই উৎসব লেখক-পাঠক-প্রকাশকের সংযোগ প্রতিষ্ঠার কাজ করবে।’ </p> <p style="text-align:justify">উৎসবের উদ্বোধক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘এখন বইয়ের ভবিষ্যৎ মানুষের ভবিষ্যতের মতোই ঝুঁকিপূর্ণ। মুনাফাবাদী বিশ্বব্যবস্থা মানুষকে বিচ্ছিন্ন করে ফেলছে, স্বার্থপরে পরিণত করছে। মানুষ বই পড়ায় আগ্রহী না হয়ে, রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষকে বইয়ের অন্তর্গত মানবিক বাণী ধারণ করেই বেঁচে থাকার ও সুষম পৃথিবী গড়ার লড়াই করতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রধান উপদেষ্টার কাছে যা চাইলেন সাবিনারা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730550465-8785a7cdb14227a83d01ce0279892775.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রধান উপদেষ্টার কাছে যা চাইলেন সাবিনারা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/02/1441913" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তাজউদ্দীন আহমদের কন্যা ও লেখক-গবেষক শারমিন আহমদ বলেন, ‘ঐতিহ্য প্রতিকূল পরিবেশে বাংলাদেশের সত্য ইতিহাসের একের পর এক বই প্রকাশ করেছে। একজন প্রকৃত প্রকাশকের বৈশিষ্ট্য এমনই হওয়া উচিত।’</p> <p style="text-align:justify">অনুবাদক মাহীন হক বলেন, ‘ঐতিহ্য প্রকাশনাজগতে নতুন দিগন্ত উন্মোচন করে চলেছে। প্রবীণ ও নবীনের সৃজনশীল অভিযাত্রাকে ঐতিহ্য ধারণ করছে সাহসিকতার সঙ্গে।’</p> <p style="text-align:justify">উদ্বোধন অনুষ্ঠানে ঐতিহ্যর ২৪ বছর পূর্তিতে প্রকাশিত ২৪টি বাংলা ক্লাসিক বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন অতিথিরা। উদ্বোধন অনুষ্ঠানে লেখক-প্রকাশক-পাঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাবেশ ঘটে।</p> <p style="text-align:justify">প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসব। উৎসবে সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড়ে দুই সহস্র বই থেকে পছন্দের বই সংগ্রহ করতে পারবে পাঠকরা।</p>