<p style="text-align:justify">শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগ ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, ‘ধানের শীষের সঙ্গে থাকুন, আপনাদের চাকরি জাতীয়করণ হবে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও সেলিম ভূইয়ার পক্ষ থেকে আমি এই ওয়াদা দিচ্ছি।’</p> <p style="text-align:justify">শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ শিক্ষক সমিতি (বশিস)-এর পূর্বাঞ্চলের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">বাংলাদেশ শিক্ষক সমিতি (বশিস) নাজিরপুর উপজেলার আহ্বায়ক ইউনুস আলী শেখের সভাপতিত্বে ও সদস্যসচিব সরোয়ার হোসেনের সঞ্চালনায় তিনি আরো বলেন, ‘গত ৫ আগস্টের পর বারবার বিভিন্ন দরজায় গিয়েছি, নির্বাচন ছাড়া আমাদের চাকরি জাতীয়করণ হবে না। চাকরি জাতীয়করণ হলে আমাদের আর কোনো দাবি থাকবে না। আমাদের এক দফা দাবি চাকরি জাতীয়করণ।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অনলাইনের মাধ্যমে জমির খতিয়ান পাওয়া যাবে : ভূমি উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730548437-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অনলাইনের মাধ্যমে জমির খতিয়ান পাওয়া যাবে : ভূমি উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/02/1441904" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">নেতাকর্মীদের উদ্দেশে আলমগীর হোসেন বলেন, ‘আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এ লড়াই ভোটের লড়াই, আমাদের ক্ষমতায় নিন; সঙ্গে সঙ্গে মন্ত্রিসভার প্রথম কাজ হবে চাকরি জাতীয়করণ। সে বাস্তবায়নের ক্ষমতা আমরা রাখি, সেলিম ভূইয়া রাখেন।’</p> <p style="text-align:justify">এ সময় আরো বক্তব্য দেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা আহ্বায়ক গাজী শাহাজান, সদস্যসচিব জাহিদুল ইসলাম, (বশিস) জেলা আহ্বায়ক এনায়েত হোসেন খান, সদস্যসচিব মো. আসাদুজ্জামান খান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উপজেলা আহ্বায়ক এস এম রেজাউল করিম, সদস্যসচিব এইচ এম লাহেল মাহমুদ প্রমুখ।</p> <p style="text-align:justify">এরপর সভার দ্বিতীয় অধিবেশনে ইউনুস আলীকে সভাপতি ও সরোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।</p>