<p>কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি শাহরিয়ার কবিরের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চেকআপের জন্য তাকে নিয়ে আসা হয়। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ফের কারাগারে ফেরত পাঠানো হয়।</p> <p>জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে কঠোর নিরাপত্তায় দুপুর ১২টার দিকে কারা অ্যাম্বুল্যান্সে করে শাহরিয়ার কবিরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অ্যাম্বুল্যান্স থেকে নামিয়ে হুইলচেয়ারে করে তাকে তিনতলায় উপপরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় তার পরনে জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় উপপরিচালকের কক্ষে হৃদরোগ, মেডিসিন, অর্থোপেডিকস বিভাগের চিকিৎসকরা তার স্বাস্থ্য চেক করেন। তার কয়েকটি মেডিক্যাল টেস্ট করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শাহরিয়ার কবিরকে চেনেন না সাফা কবির!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2023/06/12/1686557939-ad1284a4525cb4d6b103ff09eedd550f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শাহরিয়ার কবিরকে চেনেন না সাফা কবির!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2023/06/12/1289085" target="_blank"> </a></div> </div> <p>শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম জানান, রুটিন চেকআপের জন্য শাহরিয়ার কবিরকে হাসপাতালে আনা হয়েছিল। কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন ও কিছু টেস্ট করা হয়। তিনি বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তবে জটিল কোনো সমস্যা নেই। চিকিৎসকরা তাকে ব্যবস্থাপত্র দিয়েছেন। পরীক্ষার রিপোর্টগুলো রবিবার পাওয়া যাবে। পরে সেগুলো যাচাই করে প্রয়োজন হলে নতুন ব্যবস্থাপত্র দেওয়া হবে।<br />   <br /> কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য শাহরিয়ার কবিরকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে তার জটিল কোনো সমস্যা নেই।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্ত্রী-পুত্রের সামনে স্টেশন মাস্টারের ওপর দুর্বৃত্তের হামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730548967-2a5687b349761b043e8b29eb8796fdb3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্ত্রী-পুত্রের সামনে স্টেশন মাস্টারের ওপর দুর্বৃত্তের হামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/02/1441908" target="_blank"> </a></div> </div> <p>উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সোমবার মধ্য রাতে শাহরিয়ার কবিরকে রাজধানীর বনানীর বাসা থেকে আটক করে পুলিশ। পরে যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ড শেষে তাকে আদালতের নির্দেশে প্রথমে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সর্বশেষ তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তর করা হয়।</p>