<p>হরিয়ানার সদ্যঃসমাপ্ত বিধানসভা ভোটে কংগ্রেসের তোলা কারচুপির অভিযোগ গত মঙ্গলবার খারিজ করেছিল নির্বাচন কমিশন। একই সঙ্গে ‘দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ’ তোলার জন্য কমিশনের তরফ থেকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গের দলকে সতর্কও করা হয়েছে। তবে গতকাল শুক্রবার বিষয়টি নিয়ে কমিশনের তরফ থেকে কমিশনকে পাল্টা আক্রমণ করেছে কংগ্রেস। সেই সঙ্গে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দলটি। কমিশনের তরফ থেকে কংগ্রেসের অভিযোগ খারিজ করে এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘এ ধরনের অমূলক, চাঞ্চল্যকর অভিযোগ আমজনতার মধ্যে অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করতে পারে। যার ফলে সামাজিক শৃঙ্খলা ব্যাহত হতে পারে।’ নির্বাচন কমিশনের জবাব দেওয়ার ভাষা নিয়েই শুক্রবার সরাসরি প্রশ্ন তোলা হয়েছে সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) তরফ থেকে। মুখ্য নির্বাচন কমিশনার রাজিব কুমারকে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘নিরপেক্ষতার পথ থেকে সরে আসাই যদি কমিশনের লক্ষ্য হয়, তাহলে বলতেই হবে তারা উল্লেখযোগ্য কাজ করছে!’ সেই সঙ্গে লেখা হয়েছে, ‘নির্বাচন কমিশনের জবাবি ভাষার যদি এই নমুনা হয়, তাহলে আইনের আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প পথ খোলা থাকবে না।’ গত ৮ অক্টোবর হরিয়ানায় বিধানসভা ভোট গণনায় হারের<br /> পরেই সাতটি আসনে জালিয়াতির অভিযোগ তুলেছিল কংগ্রেস। পরে আরো ছয়টি আসনে কারচুপি হয়েছে বলে কমিশনে অভিযোগ জানানো হয়।<br /> সূত্র : আনন্দবাজার পত্রিকা</p> <p> </p>