<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোরে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যার হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল বুধবার নাটোরের জেলা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শরিফ উদ্দিন এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের তসলিম উদ্দিনের ছেলে মোহাম্মদ শাহজামাল (২৫)। মামলা সূত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের নজরুল ইসলামের চতুর্থ মেয়ে শিউলি বেগমের (২০) সঙ্গে শাহজামালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়ের সময় নজরুল ইসলাম ১৫ হাজার টাকা যৌতুকের মধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি পাঁচ হাজার টাকার জন্য নানা সময় শিউলি বেগমকে নির্যাতন করেন শাহজামাল এবং তাঁর পরিবার। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ১ জানুয়ারি শাহজামাল স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটির এক পর্যায়ে শিউলি বেগমের গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন। পরে শিউলির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা করেন।</span></span></span></span></span></p>