<p>যশোরের অভয়নগরে চোর সন্দেহে মো. ইউসুফ মল্লিক (১৯) নামের এক তরুণকে উল্টো করে গাছে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ইউসুফের বাবা শরিফ মল্লিক থানায় মামলা করেছেন। পুলিশ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে ইউসুফকে চোর সন্দেহে আটক করেন বাগদহ গ্রামের আহম্মেদ আলী বেগ। এরপর আহমেদ তাঁর আত্মীয় সবুজ মুন্সী ও ইদ্রিস আলী খাঁকে সঙ্গে নিয়ে ইউসুফকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারধর করেন। প্রত্যক্ষদর্শীরা এ ঘটনা মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।</p> <p>অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম জানান, তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছেন। সেখান থেকে শনাক্ত করে প্রধান অভিযুক্ত আহম্মেদ আলীকে গ্রেপ্তার করেছেন। অন্য দুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।</p> <p> </p>