<p style="text-align:justify">অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, সরকার সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ও তার টিমকে যুক্তরাজ্যের ভিসার বিষয়ে সরকার সহযোগিতা করবে। আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২০১৫ সালের হজ প্যাকেজ ঘোষণা, আগের চেয়ে কমেছে খরচ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730278630-dbb04a57b19a05121f151cfeee9cf184.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২০১৫ সালের হজ প্যাকেজ ঘোষণা, আগের চেয়ে কমেছে খরচ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/30/1440808" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মো. তৌহিদ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৭ নভেম্বর যুক্তরাজ্যে যাবেন। সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নিচ্ছে এবং সফরে সেই দেশে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার সুবিধা নিশ্চিত করবেন কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জ্বি তিনি চিকিৎসার জন্য যাবেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন বলেই তো তাকে এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা করবো। এটা আমার করবো।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রাফিক পুলিশে নিয়োগ পাচ্ছে ৭০০ শিক্ষার্থী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730278168-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রাফিক পুলিশে নিয়োগ পাচ্ছে ৭০০ শিক্ষার্থী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/30/1440805" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">‘ওখানে যাওয়ার পর আমার তো মনে হয় না ওখানে তার কোনো সমস্যা হওয়ার ব্যাপার আছে। সেখানে তার নিজস্ব সংগঠন আছে, আমাদের মিশন আছে। যেটুকু নিয়ম অনুযায়ী করার, আমরা অবশ্যই করবো।’ যোগ করেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।</p>