<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জের সিরাজদিখানে নাসির শেখ (৪৮) নামের এক মাছ চাষিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে যাওয়ার পথে উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির শেখ মালামত গ্রামের মৃত সামাদ শেখের ছেলে এবং পেশায় মাছ ব্যবসায়ী। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে মালামত জামে মসজিদের কাছে একদল দুর্বৃত্ত একটি সাদা মাইক্রোবাসে করে এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতের ভাই সেলিম শেখ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জমি নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে আমাদের গ্রামের নুরু শেখের দুই ছেলে বাবু (২৭) ও নয়ন (২২) মিলে আমার ভাইকে গুলি করে হত্যা করেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে বরিশাল জেলার উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা এলাকার আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী মো. ইদ্রিস হাওলাদার ও তাঁর চাচাতো ভাই সাগর হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ইদ্রিস হাওলাদার সাতলা বাজারের ফিড ব্যবসায়ী এবং পশ্চিম সাতলা গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। সাগর হাওলাদার একই বাড়ির শাহাদাত হাওলাদারের ছেলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সূত্রে জানা যায়, মৎস্য ঘেরে হামলা ও লুটপাটের অভিযোগে ইদ্রিস হাওলাদার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার, তাঁর ভাই যুবলীগ নেতা আসাদ হাওলাদার ও চাচাতো ভাই ইলিয়াস হাওলাদারের বিরুদ্ধে মামলা করেন। প্রায় চার মাস আগে আসামিরা জেলহাজত থেকে বের হন। নিহতদের পরিবারের অভিযোগ, মামলার আসামিরাই তাঁদের কুপিয়ে হত্যা করেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান, এলাকায় অধিপাত্য বিস্তার ও আগের শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।</span></span></span></span></p>