<p>বরিশালের বানারীপাড়ায় মুরশিদা বেগম (৩০) নামে এক গৃহবধূকে সাপে দংশন করেছে। এ ঘটনায় দংশনকারী ওই সাপকে মেরে রোগীর সঙ্গে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p>দংশনের শিকার মুরশিদা ওই এলাকার চা দোকানি সাইফুল ইসলামের স্ত্রী। কী সাপে তাকে দংশন করেছে এবং বিষাক্ত কি না, সেটা জানতেই মূলত মেরে ফেলা সাপটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান রোগীর স্বজনরা।</p> <p>পরিবার সূত্রে জানা যায়, গৃহবধূ মুরশিদা বাড়ির পুকুর ঘাটে গৃহস্থালির কাজ করছিলেন । এ সময় পুকুরের পানিতে ভাসমান একটি সাপ তার ডান পায়ের গোড়ালিতে দংশন করে। তার চিৎকারে পরিবারের সদস্যরা এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে ওই সাপ নিয়ে মুরশিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বরিশালে চাঁদাবাজি বন্ধে জামায়াতের মাইকিং" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729676311-6a2a7385c3b402930eaa610e58719e63.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বরিশালে চাঁদাবাজি বন্ধে জামায়াতের মাইকিং</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/23/1438274" target="_blank"> </a></div> </div> <p>এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রোমান ইবনে আহাদ জানান, জলডঙ্গা নামের সাপটি বিষাক্ত না হওয়ায় সাপে কাটা ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত বিষাক্ত সাপের অ্যান্টিভেনম ভ্যাক্সিন রয়েছে বলেও জানান তিনি।</p>