<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশি কর্মীদের জন্য প্রতিদিন চার হাজার থেকে ছয় হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব। আগামী দিনে এই হার অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ থেকে পাওয়া তথ্যের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, গত মাসে সৌদি আরব ৮৩ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে। এটি দেশটিতে এক মাসে বিশ্বের যেকোনো দেশের জন্য সর্বোচ্চ নিয়োগ। ২০৩০ সালের রিয়াদ এক্সপো এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এর জন্য এয়ারপোর্ট, রেলওয়ে ও স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো প্রকল্প রয়েছে তাদের। এসব প্রকল্পগু দ্রুত বাস্তবায়নে শ্রমশক্তির চাহিদা বাড়িয়েছে দেশটি।</span></span></span></span></span></p>