<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে খুলনা ওয়াসায়। মহান বিজয় দিবসের ছুটি শেষে গতকাল মঙ্গলবার অফিস খোলার পর প্রধান আলোচনার বিষয়ই ছিল এটি। এদিকে গত শনিবার খুলনা ওয়াসার মেগাপ্রকল্পের সংবাদ প্রকাশের পর গতকাল মঙ্গলবার সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রূপসার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি পরিদর্শন করে। যদিও ওয়াসার সচিব প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, এটি তাদের নিয়মিত পরিদর্শনের অংশ। কোনো বিশেষ বিষয় তদন্তে তাঁরা যাননি।</span></span></span></span></p>